ফেনী পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা
আসন্ন ৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচনে ১৯ দফা উল্লেখ করে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সামনে তারা এ ইশতেহার উল্লেখ করেন।
এছাড়া কিশোরদের খেলাধূলা ও সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে এনে বিপদগামীতা থেকে রক্ষা করা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণ শৌচাগার নির্মাণ করা, যানযট নিরসনে শহরে অবৈধ বাস/ সিএনজি/টমটম / ব্যাটারী চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তিতে সহজীকরন করে ব্যবসায়ী বান্ধব হওয়া এবং দীর্ঘ মেয়াদী বাণিজ্য তাঁত বস্ত্র ও শিল্প মেলা বন্ধ, ফেনী জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তর এবং ফেনীতে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য কাজ করা, ফেনী পৌরসভার ১৪/১৫ নং ওয়ার্ডবাসীদের নিরাপদ যাতায়াতের জন্য লালপোলে ওভারপাস নির্মাণ, ফেনী পৌরসভাকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার না করা এবং সকল টেন্ডার প্রকৃত ঠিকাদারদের জন্য উন্মুক্ত করবো বলে উল্লেখ করা হয়।
ইশতেহারে বিএনপি প্রার্থী আরো উল্লেখ করেন মেয়র নির্বাচিত হলে কোন প্রকার ভাতা গ্রহণ করবেন না। একই সঙ্গে অবহেলিত ওয়ার্ড সমূহে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখে নাগরিক সুবিধা প্রদান করাসহ বর্তমানে পৌরসভার আশপাশে রমরমা নিরাপদ মাদক ব্যবসা চলছে। আমি নির্বাচিত হলে তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করব। মাদক মুক্ত শহর গড়ার আপ্রান চেষ্টা করব বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহর, যুগ্ম আহবায়ক এম এ খালেক, ইয়াকুব নবী, আলা উদ্দিন গঠন, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন, বাবুল, সদস্য সচিব মেসবাহ উদ্দিন ভূঞা।