দেশের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ: সেলিমা রহমান

0
বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা এখনো যুদ্ধের মধ্যে আছি। আমরা স্বাধীন নই। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দুঃশাসনের মধ্যে আছি আমরা। আমাদের মিছিল মিটিংয়ে বাধা আসে। তাই ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা থেকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
তিনি বলেন, আমরা কাজ করি অধিকার নিয়ে, জিয়াউর রহমানের অর্জন নিয়ে। এ অর্জনকে ধরে রাখতে হবে।
 
গতকাল বুধবার বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com