নজিরবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে : ইসিতে বিএনপির অভিযোগ
আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, নজিরবিহীন নির্বাচন হচ্ছে। দিনের ভোট চট্টগ্রামে রাতে হয়।
চট্টগ্রামে ভোট চলাকালীন বুধবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে লিখিত অভিযোগ দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তিনি বলেন, চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে। প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোটের আগে দলীয় নেতা কর্মীদের গ্রফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, এই সিইসি গণতন্ত্রের হত্যাকারী। বর্তমান সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন সুষ্ঠু নির্বাচন অচেনা হয়ে থাকবে।