ভোটের উত্তাপ সংসদে, হারুন-রুমিনের বক্তব্যে তোলপাড়
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদেও।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদীয় কমিটির সুপারিশ করা ‘দ্য সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট)-২০২১’ বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করলে জনমত যাচাইয়ের আলোচনায় বিলের বিরোধিতা করেন বিএনপি সদস্যরা।
বিলটির বিরোধিতা করে জনমত যাচাইয়ের প্রস্তাব তুলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘সংবিধানে বলা আছে, সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবেন। কিন্তু আজ কী হচ্ছে? নির্বাচনের নামে তামাশা হচ্ছে। প্রহসন হচ্ছে। এর প্রয়োজন নেই। সকাল থেকে দেখা যাচ্ছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কী হচ্ছে।’
সংসদে হারুন আরও বলেন, ‘এ ধরনের ভোটের প্রয়োজন নেই। আইন সংশোধন করা হোক। প্রধানমন্ত্রী যাকে খুশি নিয়োগ দেবেন। তারা দায়িত্ব পালন করবেন। ভোটের নামে প্রহসনের প্রয়োজন নেই।’
এরপর সংশোধনী প্রস্তাব তোলার সময় বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা বলেন, ‘ভোট দেয় প্রশাসন। আর দেখে জনগণ। ভোটটা সুষ্ঠু করে করলেই হয়। কারও থেকে ভোট শিখতে হবে না। ভোট কীভাবে দিতে হয়, সেটা সবাই জানে। ভোটটা দিতে দিলেই হয়।’