বায়ুদূষণ নিয়ন্ত্রণে পানি ছিটাচ্ছে ১৯ গাড়ি
রাজধানীর অসহনীয় বায়ুদূষণ মোকাবেলায় এবার সক্রিয় হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এজন্য দুই সিটির ১৯টি পানির গাড়ি বিভিন্ন রাস্তায় দুই বেলা করে পানি ছিটানো শুরু করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি গাড়ি সারা বছর বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে আসছে। গতকাল রবিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) নামিয়েছে ৯টি গাড়ি। গতকাল ‘বিশেষ ক্র্যাশ কর্মসূচি’ নামে পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ডিএসসিসি সূত্রে জানা যায়, ‘বিশেষ ক্র্যাশ কর্মসূচির’ আওতায় ডিএসসিরি বিভিন্ন সড়কে দৈনিক দুইবার করে পানি ছিটানো হবে। ভোরে এবং বিকেলে চলবে পানি ছিটানোর কাজ। কাকরাইল থেকে মৎস্য ভবন হয়ে গুলিস্তান পর্যন্ত পানির ট্যাঙ্কার থেকে ছিটানো হবে পানি। এ ছাড়া তোপখানা সড়ক, সেগুনবাগিচা, আনন্দবাজার, পলাশী, শাহবাগ, কাঁটাবন, সাতমসজিদ সড়কে যাবে পানির ট্যাংকার। একই সঙ্গে হাজারীবাগ, ঝিগাতলা, সায়েন্সল্যাব, নীলক্ষেত, হাতিরপুল, মগবাজার, কাকরাইল এবং শান্তিনগরে ছিটানো হবে পানি।