বাইডেনকে সতর্ক করলেন শি জিনপিং

0

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ধরে রাখলে শীতলযুদ্ধ চলতেই থাকবে বলে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শি বলেছেন, ‘নিজেদের মধ্যে ছোট জোট করলে, নতুন শীতল যুদ্ধ শুরু করলে, (অন্যের মত) প্রত্যাখ্যান করলে, (কাউকে) হুমকি দিলে বা ভয় দেখালে, ইচ্ছাকৃতভাবে অবরোধ আরোপ করলে, পণ্য সরবরাহে বাধা দিলে অথবা কাউকে বিচ্ছিন্ন করে রাখলে তা পৃথিবীকে বিভেদের দিকে ঠেলে দিবে। এমনকি, সংঘাতের দিকেও ঠেলে দিতে পারে।’

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চীনের প্রেসিডেন্ট শি তার ভার্চুয়াল বক্তব্যে বলেন,  ‘কোনো দেশ বৈশ্বিক সমস্যা এককভাবে সমাধান করতে পারে না। সবার প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে তা সমাধান করতে হবে।’

‘আমাদের উচিত একটি মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা। একটি বহু পাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া উচিত। বৈষম্যমূলক ও অন্তর্মুখী ব্যবস্থা বা নিয়মনীতি বাদ দেওয়া উচিত। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি আদানপ্রদানের বাধাগুলো তুলে দেওয়া উচিত,’ যোগ করেন চীনের প্রেসিডেন্ট।

তার মতে, ‘প্রতিটি দেশ তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থা নিয়ে অন্যের থেকে আলাদা। কেউ কারো চেয়ে বড় নয়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com