বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিন্দা ও প্রতিবাদ
রোববার দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘বিএনপি-জামায়াতের প্রোপাগান্ডা স্কোয়াডের অপতৎপরতা’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে বিষোদগার করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, রোববার দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘বিএনপি-জামায়াতের প্রোপাগান্ডা স্কোয়াডের অপতৎপরতা’ শিরোনামে একটি নাতিদীর্ঘ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্ধশতাধিক স্কোয়াড গঠন, রাজনৈতিক ফায়দা হসিলের জন্য কোটি কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে মর্মে জামায়াত ইসলামীকে জড়িয়ে যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
বিবৃতিতে তিনি আরো বলেন, প্রতিবেদনের এক জায়গায় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিএনপি-জামায়াতের নিয়ন্ত্রণে তৈরি করা হয়েছে প্রোপাগান্ডা স্কোয়াড। দেশের ভেতরে কাজ করছে বিএনপি-জামায়াত উগ্রপন্থী কর্মীরা’ মর্মে জামায়াতের বিরুদ্ধে যে বিষোদগার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং সংশ্লিষ্ট রিপোর্টারের মনগড়া বক্তব্য ছাড়া আর কিছু নয়। কোনো স্কোয়াডের সাথে জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচারের এটি একটি নতুন মিথ্যা ও কল্পনা নির্ভর প্রতিবেদন।
তিনি বলেন, ‘আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী কখনো কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। সুতারাং দেশ ও বিদেশে প্রোপাগান্ডা স্কোয়াড গঠনের প্রশ্নই আসে না। এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মূলত সরকার দলীয় লোকজনের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সরকারের পক্ষ থেকে যথাসময়ে ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ ও জনগণের আস্থা অর্জনে চরম ব্যর্থতার ধামাচাপা দিয়ে জনদৃষ্টি ভিন্নদিকে ফেরানোর অপচেষ্টা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমরা দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি