মুলারের জোড়া গোলে বায়ার্নের বড় জয়
টমাস মুলারের জোড়া গোলে বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এদিন শালকে’কে ৪-০ গোলে হারিয়েছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
দলের হয়ে আরও একটি করে গোল করেন রবার্ট লেভান্ডভস্কি ও ডেভিড আলাবা।
রোববার প্রতিপক্ষের মাঠে তলানির দল শালকেকে পেয়ে গোল উৎসবে মাতে বায়ার্ন। ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন মুলার। পরে দ্বিতীয়ার্ধের ৮৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। মাঝে ৫৪তম মিনিটে একটি গোল করেন লেভা।
আর ৯০তম মিনিটে শালকের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আলাবা।
লিগে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। আর একেবারে শেষে থাকা শালকে সমান ম্যাচে ৭ পয়েন্ট অর্জন করেছে।