ক্যারিবীয়দের এমন পারফরম্যান্সে হতাশ পাপন!
প্রথম সারির খেলোযাড় ছাড়া বাংলাদেশে এসে রীতিমতো ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে থাকতেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। শেষ ম্যাচেও যে খুব ভালো কিছু করবে তা আশা করা যায় না।
একসময়ের পরাশক্তি ও দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের থেকে প্রথম দুই ম্যাচে এমন প্রতিরোধহীন ক্রিকেট আশা করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন তিনি। ক্যারিবীয়দের কাছে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন তিনি।
পাপন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমরা যে রকম পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম প্রথম দুই খেলায় তা দেখিনি। তবে সামনে তো আরও খেলা আছে। আমার ধারণা, অবশ্যই তারা আরও উন্নতি করবে।’
শনিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ হতাশার কথা ব্যক্ত করেন বিসিবি সভাপতি।