গণতন্ত্রকে কবর থেকে টেনে তুলতে হবে: হাবিব
গণতন্ত্রকে কবর থেকে টেনে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, সরকার ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্রকে করবে পাঠিয়েছে। তাই সেই গণতন্ত্রকে কবর থেকে টেনে তুলতে হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে তারেক রহমানের নির্দেশক্রমে চলমান কর্মসূচি অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মানুষের অধিকার যে সরকার নির্বাসিত করেছে, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এ সরকার ডাকাতের সরকার, এই সরকারের লুটপাটের ও ধর্ষণের সরকার।
হাবিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি, এটাই হোক আমাদের শপথ।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি ও কৃষক দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এস কে সাদি, কৃষক দল নেতা গোলাম সরোয়ার সরকার, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক গোলাম মনসুর নান্নু প্রমুখ উপস্থিত।