দেশে ভোটের নামে নাটক মঞ্চায়িত হয়: মান্না

0

দেশে এখন ভোটের নামে নাটক চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, একটি মঞ্চ তৈরি হয়। সেই মঞ্চে ভোটের নামে একটি নাটক মঞ্চায়িত হয়। আর সেখানে ক্ষমতাসীনরা নায়কের ভূমিকায় থাকেন। তারা জেতেন এবং বিজয়ী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু হয়েছে আনন্দের সংবাদ। কিন্তু প্রতিবছর একটা করে পদ্মা সেতু বিদেশে পাচার হয়ে যায়। কারণ প্রতিবছরই কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়। প্রধানমন্ত্রী বলেছিলেন বিদেশে যারা টাকা পাচার করেন, তাদের নামের তালিকা তার কাছে রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, সরকার টিকা নিয়ে মিথ্যাচার করছে। ভারত থেকে উপহার হিসেবে ২০ লাখ টিকা পেয়েছে। আরও ১৫ লাখ টিকা আসছে। এ টিকা বেক্সিমকো আনছে। তারা দুই ডলারের টিকা ১৩ ডলারে বিক্রি করবে। এটি কি ডাকাতি নয়?

তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবের মত ব্যক্তিদের সুযোগ দেওয়া হতো, তাহলে দেশে টিকা তৈরি করা সম্ভব ছিল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী সদস্য জহির উদ্দীন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান হক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com