হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ব্যারিস্টার মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরের পরে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এর আগে গত ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছিল মওদুদ আহমদকে।
গত ২৯ ডিসেম্বর গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়লে মওদুদ আহমদকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন।
গত ৭ জানুয়ারি মওদুদ আহমদের শরীরে পেসমেকার লাগানোর পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বাসায় নিলেও আপাতত তাকে রেস্টে থাকতে হবে বলে জানান শায়রুল। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।