চট্টগ্রামকে পর্যটনের স্বর্গভূমি করতে উদ্যোগ গ্রহণ করবেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত
চট্টগ্রামকে পর্যটনের ‘স্বর্গভূমি’ করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে এসব কথা বলেন।
গণসংযোগে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হরণকারী একটি দল। তারা দিনের ভোট রাতে নিয়ে সংসদে গিয়ে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছে।
গণসংযোগকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের পর্যটনশিল্প বিকাশে সুপরিকল্পিত পদক্ষেপ না থাকায় এ শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ করা যায়নি। এ খাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে চট্টগ্রাম পর্যটকদের স্বর্গভূমি বিবেচিত হতো। পর্যটনশিল্পকে জাতীয় আয়ের প্রধান খাত হিসেবে গ্রহণ করা সম্ভব হবে। চট্টগ্রামের পর্যটনশিল্পকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’