বিশ্ব এইডস দিবস উপলক্ষে ডিএনসিসির র্যালি
বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীতে র্যালি করা হয়েছে।
আজ রবিবার গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্ক থেকে র্যালিটি বের হয়ে গুলশান-১ নম্বর হয়ে আবার শহীদ ফজলে রাব্বী পার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীরসহ ডিএনসিসি কর্মকর্তারা।