জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ
মঙ্গলবার চ্যানেল আই-এর অনলাইন ভার্সনে ‘গ্রেফতার জঙ্গিরা অনেকেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত’ শিরোনামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বুধবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘১৯ জানুয়ারি রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ‘গ্রেপ্তার জঙ্গিরা অনেকেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত’ মর্মে যে বক্তব্য প্রদান করেছেন, তা অসত্য এবং বিভ্রান্তিকর। আমরা বিনয়ের সাথে তার কাছে জানতে চাই, সরকারি দায়িত্বশীল পদে থেকে কোনো রাজনৈতিক দল নিয়ে এ ধরনের বক্তব্য দেয়া কতটা যুক্তিসঙ্গত?’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতন্ত্রে বিশ্বাসী একটি ইসলামী দল। জামায়াতে ইসলামী কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার সাথে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। ইতোপূর্বেও একাধিকবার আমরা আমাদের বক্তব্যে বলেছি, উগ্রবাদী সংগঠনে যোগদানের অনেক আগেই সাইদুর রহমানকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং যাকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে, তার সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বক্তব্য দেয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।’
এ সময় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি