গণতন্ত্র পুনরুদ্ধারই হবে আওয়ামী ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘বড় প্রতিশোধ’: গয়েশ্বর

0

গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারাকেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘বড় প্রতিশোধ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

তিনি বলেন, ‘যার হাতে অস্ত্র আছে, মানুষ খুন করে; তার অস্ত্র কেড়ে নিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনাই হবে বড় অস্ত্র। সেক্ষেত্রে কাউকে আঘাত করতে হয় না। আমাদের নেতা জিয়াউর রহমান এমন গণতন্ত্রে বিশ্বাস করতেন।’

বুধবার (২০ জানুয়ারি) দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমান কোনও রাজনীতিবিদ ও কোনও দল নিয়ে কটাক্ষ করে সমালোচনা করতেন না। অন্যরা কী করে তা মানুষ জানে। নিজে কী করবেন তা নিয়ে কথা বলতেন। তিনি জনগণকে স্বপ্ন দেখাতেন। আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের ভিশনে কাজ নিয়ে ব্যস্ত থাকতেন।’ 

তিনি বলেন, ‘জিয়া ছিলেন উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আধুনিক রাষ্ট্র গঠনের প্রতীক, সততা ও নিষ্ঠার প্রতীক। আমরা তাকে নিয়ে বুক ভরা গর্ববোধ করি, আমাদের তো বুক ভরা শক্তি। কারণ, আমাদের নেতা জিয়াউর রহমানকে নিয়ে কেউ কোনও নেতিবাচক কথা উচ্চারণ করতে পারে না। যারা করে তারা হিংসা-ঈর্ষার কারণে করে। যারা জিয়াকে নিয়ে নেতিবাচক কথা বলে ওদের নিয়ে ভালো কথা কেউ বলে না।’ 

গয়েশ্বর আরও বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি, আমাদের নেতা তারেক রহমান প্রবাসে কেন, আমাদের নেতাকর্মীদের ওপর এত নির্যাতন কেন? কারণ, আমরা একজন দেশপ্রেমিক নেতা জিয়াউর রহমানের পথে আছি। যেহেতু আমাদের চেতনা, আমাদের লক্ষ্য এক ও অভিন্ন, তাহলে আমরাই গণতন্ত্র পুনরুদ্ধার করবো।’ 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com