আসাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা
শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা মেডিক্যাল কলেজ অভিমুখে পদযাত্রা করেন। পরে তার আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদ আসাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এবিএম মাহমুদ সরদার, মিজানুর রহমান শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো: রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক নেতাকর্মী।