আ.লীগ সরকারের বিরোধিতা করার কারণে ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা-কর্মী গুম হয়েছে: রিজভী

0

রিজভী বলেন, ‘আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, এদের মধ্যে যে কেউ যেকোনও সময় করোনায় আক্রান্ত হতে পারি। গোটা বিশ্বে করোনা মহামারি চলছে। কত ডাক্তার, কত সাধারণ মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো এর কোনও চিকিৎসা নেই। এর জন্য যে টিকা নিয়ে আসা হয়েছে, এটা এখনও শতভাগ প্রমাণিত হয়নি। সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে এদেশের মানুষকে নিরাপত্তা দেয়া কিন্তু সরকারের এ ব্যাপারে কোনও দায়িত্ব নেই। দেশের মানুষ মরল কি বাঁচলো সেটি তারা দেখছে না।’

গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) পক্ষ থেকে গবীর, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী নিজে কিন্তু অত্যন্ত সাবধানে আছেন, তিনি ঘর থেকে বের হন না। ওবায়দুল কাদের সাহেব আরেকজন বড় মন্ত্রী তিনিও ঘরের মধ্যেই আছেন। তারা কিন্তু খুব নিরাপদে অবস্থান করছেন কিন্তু আমার আপনার কারও কোনও নিরাপত্তা নাই। আমাদের কারও করোনা হলে যে কোনও চিকিৎসা পাবো সেটার কোনও গ্যারান্টি নাই। আপনি হাসপাতালে যাবেন করোনার জন্য দরকার অক্সিজেন দরকার ভেন্টিলেটর কিন্তু আপনি আমি পাব না।’

দেশে একটি ভয়ের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘শুধুমাত্র সরকারের বিরোধিতা করার কারণে ইলিয়াস আলী চৌধুরী আলম ছাত্রনেতা জনিসহ অসংখ্য নেতা-কর্মী গুম হয়েছে। চারিদিকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য তো এদেশের মানুষ ১৯৭১ সালের যুদ্ধে জীবন দেয়নি? ৯ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এমনটি জন্য কি? আমাদের দেশের মানুষ আমাদের ওপরে অত্যাচার করবে, আমাদের কন্ঠের মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়ে রাখবে এটা কখনোই কাম্য হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এখন কেউ কোনও কথা বলতে পারে না। ভোটাররা তাদের ভোট দিতে পারে না, দিনের ভোট রাত্রে হয়। এই ভোট নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com