ঢাকা মেডিকেলের কর্মচারীকে পিটিয়ে হত্যা

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক কিশোর।

রোববার সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে এঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহবাগ থানার ওসি আবুল জানিয়েছেন।

নিহত আমির হোসেন (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের কর্মচারী ছিলেন।

এঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম নামে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে আমির হাসপাতালের বহির্বিভাগের গেইটে পৌঁছালে ইব্রাহিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে ক্রিকেট ব্যাট দিয়ে আমিরের ঘাড়ে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

আহত আমিরকে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জানান।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ইব্রাহিমের ধূমপান করার বিষয়টি তার মাকে জানিয়ে দেওয়ায় সে আমিরের উপর হামলা চালায়। পরে প্রত্যক্ষদর্শীরা ইব্রাহিমকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com