মৌলভীবাজারে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের হামলা
কয়েকদিন যাবৎ নির্দিষ্ট কিছিু দাবি দাওয়া নিয়ে দেশজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আসছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিক্ষোভ মিছিল বের করে মৌলভীবাজার পলিটেকনিকের শিক্ষার্থীরা।
সকাল ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীরা তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে দাবি শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থী জসিম উদ্দিন জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। হঠাৎ করে তারা এসে অতর্কিত হামলা চালায় এবং তাদের ব্যানার ছিনিয়ে নেয়া হয়েছে।
এদিকে, এ অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি:
১। যেকোনো মূল্যে সেশনজট আটকাতে হবে।
২। ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক বিষয়গুলোতে প্রমোশন দিয়ে প্র্যাক্টিক্যালগুলো পরবর্তী সেমিস্টারের সাথে সংযুক্ত করতে হবে।
৩। ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শর্ট সিলেবাসের মাধ্যমে ক্লাস নিয়ে দ্রুত পরীক্ষা নিতে হবে।
৪। ডুয়েটসহ সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য আসন বরাদ্দ করতে হবে।