ভোটের মতো ‘ভ্যাকসিনেও দলীয়করণে’ মত্ত আওয়ামী লীগ সরকার: রিজভী
একতরফা ভোটের মতো করোনার ভ্যাকসিন নিয়েও সরকার ‘দলীয়করণের’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সরকারের ভ্যাকসিন-নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘সারা দেশে ভোট কেন্দ্র দখলের ন্যায় করোনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোট কেন্দ্রে যেমন ভোটাররা যেতে পারে না, শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা ভোট দেয়, তেমনই করোনা ভ্যকসিন কেন্দ্রে শুধুমাত্র দলীয় লোকেরা টিকা পাবে। সাধারণ মানুষ পাবে না। ভিন্ন মতের লোকজনদের টিকা কেন্দ্রে যেতেই দেবে না। ভোটের মতোত ভ্যাকসিনেও সম্পূর্ণ দলীয়করণ করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে টিকা না পেতে পারে সেজন্যই এ ব্যবস্থা হচ্ছে।’
মঙ্গলবার (১৯ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রিজভী বলেন, ‘শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে করোনা ভ্যাকসিন দেয়ার খবর শোনা যাচ্ছে। ভিন্ন মতের বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি-না, যথেষ্ট সন্দেহ রয়েছে। ভোট কেন্দ্রে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনই করোনা ভ্যাকসিনও বিরোধী দলের নেতাকর্মীরা পাবে না।’
ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।’