দেশে নতুন করে এইচআইভিতে আক্রান্ত ১০২০ জন
দেশে গত এক বছরে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন। আজ পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, এইচ আই ভি এইডস এর লাইন দিরেক্টর ডক্টর সামিউল ইসলাম সাদীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।