বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এ ক্যালেন্ডার উদ্বোধন করেন।
বিএনপি নেতা এস.এম জাহাঙ্গীর হাসানের উদ্যেগে এ ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বানির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।