ধর্মঘটে তিন বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ
ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহে অচলাবস্থা নেমে এসেছে।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবি করছেন আন্দোলনরতরা। বেশ কিছু পেট্রল পাম্প বন্ধ থাকায় বিভিন্ন স্থানে জ্বালানির অভাবে থেমে গেছে গাড়ি।
আজ ভোর ৬টা থেকে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা এ কর্মবিরতি শুরু করেন।
শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন। ফলে বিভিন্ন জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।