পরিচালক অনন্য মামুনকে বহিষ্কার
পরিচালক অনন্য মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
‘চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার’ অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
চলচ্চিত্রে পুলিশকে নিয়ে ‘অশালীন সংলাপের’ অভিযোগে পুলিশের করা মামলায় কারাগার থেকে মুক্তির এক সপ্তাহের মাথায় মামুনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালক সমিতি।
শনিবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে অশালীন সংলাপের মাধ্যমে অনন্য মামুন চলচ্চিত্র ও পরিচালকদের ভাবমুর্তি ক্ষুণ্ন করেছেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় এক ফেসবুক স্ট্যাটাসে অনন্য মামুন বলেন, পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারব না কথাটি সত্য নয়। পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ-সুবিধা পাব না। আমি পরিচালক সমিতিকে সম্মান করি; কিন্তু কিছু হিংসাপরায়ণ পরিচালককে নয়।
চলতি বছর আরও পাঁচটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন অনন্য মামুন।