আওয়ামী লীগ সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে: ড. মোশাররফ

0

সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকের (গতকাল) পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনরা সকাল থেকেই আমাদের এজেন্টদের সেন্টারে যেতে দেয়নি। অনেক জায়গায় বের করে দিয়েছে। বিএনপি সমর্থকদের কেন্দ্রের কাছেও যেতে দেওয়া হয়নি। ক্ষমতাসীন দলের সমর্থকরা প্রশাসনের ছত্রচ্ছায়ায় গায়ের জোরে কেন্দ্র দখল করেছে। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও তারা একই ধরনের কাজ করছে। তারা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

গতকাল সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে মুক্তিযুদ্ধের রজতজয়ন্তী সম্মাননাবিষয়ক উপকমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোশাররফ হোসেন বলেন, ভোট কেন্দ্রের অবস্থা কী তা আওয়ামী লীগের কিছু কিছু নেতা মুখ খুলতে শুরু করেছেন। সত্যিকার ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা জামানত হারাবেন। এমনিতেই মানুষ ভোট দিতে পারে না। এখন আবার মেশিনে ভোট। এ মেশিনের ভোটে দুরভিসন্ধি আছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com