বিএনপিপ্রার্থীর পরিবারের ভোট জোর করে নেয়া হলো নৌকায়
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জিএস আবুল বশার তার পরিবারের সদস্যদের ভোট প্রদানে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তার পরিবারের এক সদস্যকে জোর করে নৌকায় দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ তার।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সন্দ্বীপ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
বিএনপি মনোনীত প্রার্থী জিএস আবুল বশার সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমানে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে সারা দেশবাসী অবগত আছে। তারপরেও জনগণের অধিকার রক্ষায় বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। শুরু থেকে চেষ্টা করেও আমি নির্বাচনে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারিনি।’
তিনি বলেন, ‘সকাল থেকে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অল্প সংখক ভোটার কেন্দ্র আসলেও তাদের জোর করে নৌকায় সিল মারতে বাধ্য করা হচ্ছে। ভোট কেন্দ্রের বাইরে অপ্রাপ্ত বয়স্কদের উপস্থিত ছিল লক্ষণীয়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সকলে আমার বাড়ির কেন্দ্রে আমার পরিবারের সদস্যদের ভোট প্রদানে বাধা দেয়া হয়েছে। আমার ছোট ভাইয়ের স্ত্রীর হাত থেকে সিল নিয়ে নৌকায় মেরে দিয়েছে তাদের এজেন্ট।’