কুলিয়ারচরে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন
এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ইভিএমে (ইলেট্রনিক ভোটিং মেশিন) নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করার অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিলাদ।
শনিবার দুপুর ১২টার দিকে বেতিয়ারকান্দি এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
এ সময় বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিলাদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির প্রার্থীর এজেন্টদেরকে মারধর করে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
এছাড়া কেন্দ্রগুলিতে ভোটারদের ইভিএমে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও তার অভিযোগ।
এ সময় সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম ও স্থায়ীয় নেতাকর্মীরা।