ভোটারদের মারধরসহ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের মোংলা বন্দর বহুমুখী কওমী মাদরাসা কেন্দ্রে ভোট দিতে না পেরে কেন্দ্রের সামনে জড় হয়েছেন ভোটাররা।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রে ঢোকার পথেই দেখা যায় ভোটাররা জড় হয়ে এলোমেলো কথা বলছেন।
স্থানীয় অর্ধশতাধিক ভোটারের দাবি তারা ভোট দিতে গেলে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কাউকে কাউকে আবার ইভিএম মেশিনে টিপ রেখে বের করা দেওয়া হয়েছে। কোনো কোনো ভোটারকে মারধরও করেছেন।
মুন্নি আক্তার বলেন, আমরা যখন ভোট দিতে গেছি তখন কিছু নারীরা আমাদের বের করে দিয়েছেন। আমরা কেন ভোট দিতে পারব না। আমরা আমাদের মৌলিক অধিকার ফেরত চাই।
স্থানীয় ফদরুক, নুর ইসলামসহ আরও অনেকে বলেন, মানুষ তার পছন্দমত ভোট দিতে পারছেন না। জোর করে বের করে দেওয়া হচ্ছে।
আনোয়ার বলেন, আমি ভোট দিতে গিয়েছি, তখন কাউন্সিলর প্রার্থী এসএম শরিফুল আমাকে বলে তোরা জামায়াত বিএনপির লোক, তুই কেন এসেছিস।
সুষ্ঠুভাবে নির্বান অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্র্রের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২২০ জন পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হবে।