গণতন্ত্র উদ্ধার করতে পারলে হামলা-মামলা থাকবে না: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে পারি তাহলে হামলা-মামলা কিছুই থাকবে না। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে চাই, তাহলে যাদের হাতে গণতন্ত্র গুম হয়েছে তাদের সরাতে হবে। আগের মতো দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানানো হচ্ছে।’
এক-দুইটা আন্দোলন করে শেষ করে দিলে হবে না, একটি সমাবেশের মাধ্যমে আন্দোলন শেষ করলে হবে না উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ‘জনগণ প্রস্তুত আছে। এই মুহূর্ত থেকে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি।‘
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।