আওয়ামী লীগের উদ্দেশ্য একটাই- গণতন্ত্র ও বিএনপিকে ধ্বংস করা: বিএনপি

0

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, আমাদের প্রশ্ন- এখন দুদক নিশ্চুপ কেন? আমরা যে আগে বলতাম দুদক হচ্ছে ধোপাখানা। আওয়ামী লীগের অনাচার, দুর্নীতি, লুটপাট একেবারে সুন্দর করে মুছে দেয়। আর বিরোধী দলের মিথ্যা জিনিসকে সে সুন্দরভাবে সাজায়। এভাবে দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন শেখ হাসিনা। আসলে নির্বাচন কমিশন যেভাবে গঠন করেছেন, তেমনি দুদক ও বিচার বিভাগে লোক নিয়োগ দিয়েছেন। যারা এক পা-ও শেখ হাসিনার বাইরে যায় না। উদ্দেশ্য একটাই- গণতন্ত্র ও বিএনপিকে ধ্বংস করা।

মেয়র তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের পদ দখল করেছিলেন সাঈদ খোকন। তার মেয়াদ শেষ হওয়ার পর নিশিরাতের এমপি পদ ছেড়ে কোন মধুর লোভে ফজলে নূর তাপস মেয়র পদ দখল করেছেন। সেই মধুভান্ডে র কাহিনি সেই আরব্য রজনীর গল্পের মতো মনে হলেও সেটিই বাস্তবে ঘটেছে। দুজনই ক্ষমতাশালী ও শীর্ষ নেতৃত্বের আত্মীয় ও ঘনিষ্ঠজন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা যেসব অভিযোগ উত্থাপন করছেন, এসব কথার উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচন হলে খোদ ওবায়দুল কাদের সাহেব জিতবেন কিনা তার আপন ভাই-ই এ প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগের এ তিনজন (কাদের মির্জা, সাঈদ খোকন, ফজলে নূর তাপস) নেতার বক্তব্যে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের ‘টপ টু বটম’ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। লুটপাটে কে কাকে টক্কর দিতে পেরেছে এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com