সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতের ফল ও শীতবস্ত্র বিতরণ

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান কাফরুল উত্তর, দক্ষিণ ও পশ্চিম এবং ভাষানটেক থানার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফল ও শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। আর্ত-মানবতার কল্যাণই জামায়াতের রাজনৈতিক আদর্শ।’

শীতবস্ত্র বিতরণের সময় তিনি আরো বলেন, ‘আমরা দেশ ও জাতির যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে সাধ্যমত জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের জন্য সামান্য শীতবস্ত্র ও ফল নিয়ে হাজির হয়েছি। আমাদের এই কাজকে দয়া বা অনুগ্রহ মনে করার সুযোগ নেই বরং মানুষের প্রতি নৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের এই চেষ্টা। আর আপনারাও আমাদের চেষ্টাকে আন্তরিকতার সাথে গ্রহণ করে নিজেদের দায়িত্ব পালন করবেন বলে আশা করি।’

তিনি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসতে সরকার, সকল রাজনৈতিক দল ও সমাজের বিত্তবান মানুষসহ নগরীর সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘আবহাওয়াবিদরা জানিয়েছেন কয়েক দিনের মধ্যে সারাদেশের সার্বিক তাপমাত্রা কমে যেতে পারে। ফলে আগামী দিনে শীত আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নতুন করে শীত বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা সামান্য শীতবস্ত্র নিয়ে আপনাদের পাশে আছি। মূলত নাগরিক জীবনের যেকোনো সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের হলেও সরকার ওই দায়িত্ব পালন করতে পারছে না বরং সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতেই ব্যস্ত রয়েছে। এমতাবস্থায় একটি আদর্শবাদী, কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। তাই আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে হাজির হয়েছি। মানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’

এ সময় তিনি আর্ত-মানবতার কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ওই দিন সংশ্লিষ্ট থানার জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মো: তসলিম।


এ সময় আরো উপস্থিত ছিলেন কাফরুল উত্তর থানা আমীর আব্দুল মতিন খান, সেক্রেটারি খান হাবিব মোস্তফা, ভাষানটেক থানা আমীর আলাউদ্দীন মোল্লা, কাফরুল উত্তর থানা আমীর তারেক রেজা তুহিন, শেরেবাংলা নগর আমীর আব্দুল আউয়াল আজম, ভাষানটেক থানার নায়েবে আমীর হাসান হাবীব, কাফরুল দক্ষিণ থানার নায়েবে আমীর রুহুল আমীন, মিরপুর থানার সাবেক আমীর জসীম উদ্দীন, মিরপুর থানার সাবেক নায়েবে আমীর মুহাম্মাদ শহীদুল্লাহ, ভাষানটেক থানা সেক্রেটারি সৈয়দ রফিকুল ইসলাম ও কাফরুল দক্ষিণ থানার সেক্রেটারি নাজমুল হকসহ অনেকেই।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com