তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক-এগারোর যে তান্ডব, বিরাজনীতিকীকরণের যে তান্ডব তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তার পরিবার। ১/১১ এর ওরা চেষ্টা করছে নানাভাবে ম্যাডামকে রাজি করাতে। কিন্তু ম্যাডাম কোনো অবস্থাতেই সংবিধানের বাইরে অথবা গণতন্ত্রের প্রশ্নে মাথানত করেননি। সে কারণে আজকে দুর্ভোগ, আজকে তিনি গৃহবন্দি। আর আজকে যারা বেনিফিটটা নিচ্ছেন তারা আপস করার মধ্য দিয়ে যেই বিদেশি শক্তিগুলো আমাদের এখানে ১/১১ এর মধ্য দিয়ে বাংলাদেশকে শোষণ করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে, সেই বিদেশি শক্তির কাছে সে (শেখ হাসিনা) কন্টাকে সাইন করছে। এই শক্তি যতদিন মনে করেন তিনি ক্ষমতায় থাকবেন। গণতন্ত্র আছে কি নাই, গণতন্ত্র চুলায় গেলো – এটা দেখার ব্যাপার না। তারেক রহমানের নেতৃত্বে ২০২১ সালেই গণতন্ত্র আবার ফিরে আসবে বলে প্রত্যাশাও করেন তিনি। একই সঙ্গে ১/১১ এর মতো আগামীতে দলের মধ্যে ‘দ্বিধাবিভক্তি’ যাতে না হয় সেজন্য সকল নেতাকে স্মরণ করিয়ে দেন গয়েশ্বর।
সোমবার, জানুয়ারি ১১, ২০২১, বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। ২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের ক্ষমতা দখলের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনে বিএনপির উদ্যোগে ‘এক এগারো: বিরাজনীতিকীকরণের ধারাবাহিকতায় চলমান ফ্যাসিবাদ : গণতন্ত্রই মুক্তির পথ’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি ১/১১ সময়ে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন।