‘করোনার টিকা নিয়েও সরকারি মদদপুষ্ট ব্যবসায়ীরা করছে লুটপাটের আয়োজন’: ফখরুল

0

করোনা ভাইরাসের টিকা নিয়ে সরকারি মদদপুষ্ট ব্যবসায়ীরা লুটপাটের আয়োজন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ আজকে একদিকে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতি লুটপাট করা হয়েছে, একটা লুটপাটের অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়েছে।’

গতকাল সোমবার (১১ জানুয়ারি) বিকালে ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের ক্ষমতা দখলের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনে বিএনপির উদ্যোগে ‘এক এগারো: রাজনীতিকরণের ধারাবাহিকতায় চলমান ফ্যাসিবাদ, গণতন্ত্রই মুক্তির পথ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।   

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই চরম দুর্দিনে কোভিড ভাইরাস যখন গোটা বিশ্বের ব্যবস্থাকে পাল্টে দিচ্ছে, তখন আমরা অত্যন্ত হতাশার সঙ্গে দেখছি যে, সরকারি মদদপুষ্ট যারা ব্যবসায়ী, তারা আজকে ভ্যাকসিন নিয়েও একটা লুটপাটের আয়োজন করছেন।’

তিনি বলেন, ‘ আমরা এই বাংলাদেশের লুটপাটের যে অর্থনীতি এটাকে পরিবর্তন করতে চাই। আমরা বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা ধ্বংস করে দিয়ে এখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এখানে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা দিতে চাই। আমরা এখানে সত্যিকার অর্থেই মানুষের বাকস্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে চাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীল খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com