জেল-জুলুম মেনে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে: হাসান উদ্দিন সরকার
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সত্যের লড়াই করতে চাই। ন্যায়ের পথে দলীয় নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিন্দিত নয়, সবাইকে নন্দিত জীবন বেছে নিতে হবে। তাই শহীদ জিয়ার উত্তসূরী তারেক জিয়াকে বাংলাদেশে যেকোনো মূল্যে আমরা ফিরিয়ে আনব, দেশের নেতৃত্ব তার কাছে দেব। কষ্ট ছাড়া জীবনে সুখ আসে না, তাই জেল-জুলুম মেনে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
তিনি সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার।
এ সময় অন্যদের আরো মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমদ আলী রুশদী, বশির উদ্দিন বাচ্চু, সাইফুল ইসলাম টুটুল, সাহাদাত হোসেন শাহীন ও নাসিমুল ইসলাম মনির প্রমুখ।