ইসির পদত্যাগের দাবিতে বরিশালে মানববন্ধন

0

ব্যর্থ ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিএনপি।

সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।

বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহনগন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান মনির, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ ফয়েজ ও মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তাররুজ্জামান শামীম।

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনের পতন ঘটাতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com