ইসির পদত্যাগের দাবিতে বরিশালে মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিএনপি।
সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।
বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহনগন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান মনির, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ ফয়েজ ও মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তাররুজ্জামান শামীম।
আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনের পতন ঘটাতে হবে।