ড. মোহাম্মদ রাফাতের ইন্তেকালে জামায়াত আমীরের শোক
বিশিষ্ট ইসলামিক স্কলার, বহু গ্রন্থ প্রণেতা ও জামায়াতে ইসলামী হিন্দের সিনিয়র নেতা ড. মোহাম্মদ রাফাতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ‘বিশিষ্ট ইসলামিক স্কলার, বহু গ্রন্থ প্রণেতা ও জামায়াতে ইসলামী হিন্দের সিনিয়র নেতা ড. মোহাম্মদ রাফাত গত ৮ জানুয়ারি ভারতের নয়া দিল্লির আল-শিফা হাসপাতালে ইন্তেকাল করেছেন। সম্প্রতি তিনি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে অবসর গ্রহণ করেন। তিনি একজন লেখক ও গবেষক হিসেবে বহু গ্রন্থ রচনা করেছেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামিক ব্যক্তিত্বকে হারালো। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকাহত পরিবার ও দলীয় সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালা তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন।
প্রেস বিজ্ঞপ্তি