শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী উদযাপন করবে বিএনপি
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করবে বিএনপি।
রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
মির্জা ফখরুল বলেন, শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকী উদযাপনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সমৃদ্ধ বাংলাদেশের রূপকার বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৫তম জন্মদিন। মহান নেতার জন্মবার্ষিকী বিএনপি ও সব অঙ্গসংগঠন সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করবে। ’