বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির কুমিল্লা ও খুলনা বিভাগের সভা অনুষ্ঠিত

0

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠিত উদযাপন কমিটির কুমিল্লা ও খুলনা বিভাগের সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা বিভাগের সভা গতকাল শনিবার সকালে ঢাকার গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি কুমিল্লা বিভাগের আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।

সভা পরিচালনা করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি কুমিল্লা বিভাগের সদস্য সচিব ও কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক (চলতি দায়িত্ব) মো: মোস্তাক মিয়া।

অতিথি ছিলেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (আ:) শাহজাহান ওমর বীর উত্তম, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।

উপস্থিত ছিলেন, এস এ কে আকরামুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল, জেড খান মো: রিয়াজুদ্দিন নসু, হারুনর রশীদ, অধ্যক্ষ সেলিম মিয়া, সায়েদুল হক সাঈদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় কমিটির কর্মসূচির সাথে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

এছাড়া কুমিল্লা বিভাগে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গাগুলো চিহ্নিত করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচি আয়োজনে আলোচনা হয়েছে।

জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আলোচনার প্রস্তাবনা অত্যন্ত যুক্তিসঙ্গত, তা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে গতকাল সকাল সাড়ে ১০টায় যশোরের অরিয়ন হোটেলে খুলনা বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি খুলনা বিভাগের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

সভা পরিচালনা করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি খুলনা বিভাগের সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

উপস্থিত ছিলেন, মশিউর রহমান, অধ্যাপক নার্গিস বেগম, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারি হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুন্ড, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমিরুল ইসলাম শিমুল, সাবিরুল হক সাবু, মনিরুজ্জামান মনি, শফিকুল আলম মনা, রফিকুল ইসলাম বকুল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com