কলাবাগানে স্কুলছাত্রী হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি

0

রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও স্কুলছাত্রীকে ধর্ষিত হতে হচ্ছে। যে ধর্ষণব্যাধি ছড়িয়ে পড়ছে, এর থেকে সহজে নিস্তার নেই। আমরা বলেছিলাম বিচারহীনতার কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।’

কর্মসূচিতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সদস্য সুস্মিতা মল্লিক, ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন, চারণ সাংস্কৃতিক সংসদের সুপ্তি ও নারীমুক্তি আন্দোলনের নাঈমা খালেদ মনিকা প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com