বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমানের ইন্তেকালে জামায়াত আমীরের শোক

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার শহর শাখার প্রবীণ সদস্য (রুকন) বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান মাস্টার বুধবার বিকাল ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ১১টায় জোড় দরগাহ ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান মাস্টারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বৃহস্পতিবার একটি শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মুখলেছুর রহমান মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনে তার বিরাট ভূমিকা রয়েছে। তিনি দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com