আ.লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে: ইবরাহিম

0

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার প্রচ- অভাব। নৈতিকতার সঙ্গে ধর্মীয় মূল্যবোধের সম্পর্ক অবিচ্ছেদ্য। সরকার ধর্মীয় মূল্যবোধের শিক্ষাকে শিক্ষাঙ্গন থেকে দূরীভূত করেছে, ধর্মীয় মূল্যবোধের পরিবেশ নষ্ট করেছে। তাই নৈতিকতাও ক্রমান্বয়ে অধঃপতনে গেছে। বাংলাদেশের কিশোর ও তরুণ সমাজের একটি বিশাল অংশ অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত পরিবেশে বেড়ে উঠছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, আংশিক পরিকল্পিতভাবে, আংশিক অবহেলার মাধ্যমে শিক্ষাঙ্গনেও দুর্নীতি-অনৈতিকতা গভীরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনৈতিকতার বৈশিষ্ট্যমন্ডিত কোনো জাতি পৃথিবীতে দাঁড়াতে পারেনি, পারবেও না। এই সরকার নিজেরা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনকে ভোটের আগের রাতে হাইজ্যাক করে দুর্নীতি ও অনৈতিকতার চূড়ান্ত উদাহরণ স্থাপন করেছে। গত ১২ বছরে দুর্নীতি ও অনৈতিকতার শত শত ঘটনার মধ্যে উল্লেখযোগ্য কোনোটিই এখনো বিচারের মুখ দেখেনি।

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আইনের শাসন সম্পূর্ণভাবে দূরীভূত করে ফেলেছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রচুর সংখ্যক রক্ষক ভক্ষকের ভূমিকায়। বাংলাদেশের সমাজকে এই দুর্নীতি ও অনৈতিকতার আবহ থেকে উদ্ধার করতে গেলে শুধু একটি নৈতিকতাবান্ধব সরকার এলেই হবে না, এর জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। 

রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার কোনোমতেই সুপ্রতিষ্ঠিত নয়। এগুলো যেন প্রতিষ্ঠিত হয়, তার জন্য বিশেষ কোনো আগ্রহ বা চেষ্টা বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে দর্শনীয় নয়। মুক্তিযুদ্ধের আদি ও অকৃত্রিম চেতনা থেকে আমরা অনেক দূরে।

তিনি বলেন, এ কাজ কোনো দিনই একা সম্ভব নয়, একটি দলের দ্বারা সম্ভব নয়। ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এই বাংলা প্রবাদকে মনে রেখে বলতে চাই যে, এই বিজয়ের মাসের দাবি হলো, সমমনা ব্যক্তিগণ, সমমনা দলগুলো পারস্পরিকভাবে একতাবদ্ধ হয়ে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। দল বা দলগুলোর বাইরে দেশপ্রেমিক সচেতন নাগরিকরাও যথাসম্ভব একতাবদ্ধ হয়ে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আজকের এই দিনে আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সকল রাজনৈতিক দলের প্রতি এবং বাংলাদেশের আপামর সচেতন নাগরিক সমাজের প্রতি বিশেষ করে সচেতন তরুণ সমাজের প্রতি এই আবেদন করছি। 

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম গতি পাবে না। নৈতিকতা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না। বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকা এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। ক্রমান্বয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌত্ব অন্যদের হাতে জিম্মি হয়ে যাবে।

তাই, আসুন এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে সবাই একতাবদ্ধ হই। বাংলাদেশের আকাশে গণতন্ত্রের নতুন সূর্যকে আগমনের পথ করে দিতে হবে। তার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com