শীতার্তদের মাঝে ইশরাকের কম্বল বিতরণ

0

রাজধানীর ওয়ারী এবং পুরাতন ঢাকার ফরিদাবাদ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরিদাবাদ মাদরাসার দুস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।

এ সময় ইশরাক মাদরাসায় একশ জন শীতার্তের মাঝে কম্বল বিলি করেন বলে তার প্রেস সচিব সুজন মাহমুদ জানিয়েছেন। সেখানে মাদরাসার তালেবে ইলমদের নিয়ে বিশেষ মোনাজাতেও অংশগ্রহণ করেন তিনি।

jagonews24.com

পরে আসেন ওয়ারী এলাকায়। সেখানেও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজি লিয়াকত আলী, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, যুবদল নেতা ইব্রাহিম হোসেন, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দুলাল হোসেন, ফরহাদ হোসেন মুকুল এবং ৪১ নম্বর বিএনপির সভাপতি ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com