মোছা. তাহমিনা খাতুনের মৃত্যুতে জামায়াতের শোক

0

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতের মহিলা সদস্য (রুকন) মোছা. তাহমিনা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। বুধবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম গণমাধ্যমে একটি শোকবাণী প্রেরণ করেন।

শোকবাণীতে তিনি বলেন মোছা. তাহমিনা খাতুন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

মোছা. তাহমিনা খাতুন স্বামী বুধবার বিকালে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com