শেরে বাংলায় অনুশীলনে মুশফিকের সাথে তামিম-রিয়াদও

0

তার কাছে ক্রিকেট শুধু খেলা নয়, ধ্যান-জ্ঞান। খেলার মাঠে শতভাগ সিরিয়াস মুশফিকুর রহীম প্র্যাকটিসেও নিবেদিতপ্রাণ। যে কোনো সিরিজ, সফর বা টুর্নামেন্টের আগে শুরু হয় মুশফিকের ব্যক্তিগত প্রস্তুতি।

বাকিরা যখন জাতীয় দলের বহরের সঙ্গে বিদেশি ট্রেনার, কোচ, ফিজিও স্পেশালিস্ট কোচদের সঙ্গে কাজ করেন; মুশফিক তার আগে নিজেই নেমে পড়েন ব্যাট ও গ্লাভস হাতে মাঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যথারীতি সবার আগে অনুশীলন শুরু করেছেন মুশফিক।

২ জানুয়ারি শেরে বাংলার ইনডোরে একান্তে ব্যাটিং প্র্যাকটিসে নেমে পড়েন ‘মিস্টার ডিপেন্ডেবল।’ আশার খবর, (মঙ্গলবার) মুশফিকের সাথে অনুশীলনের বহরে যোগ দিয়েছেন আরও কয়েক সতীর্থ।

এদিন মাঠে দেখা গেল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও কয়েকজনকে। তারা ট্রেনার নিকোলাস ট্রেভরলির অধীনে বিপ টেস্টও দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com