জনগণকে ধোঁকা দেয়ার সময় সরকারের খুব বেশি নেই: আলাল

0

জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘মানুষকে ধোঁকা দিয়ে,রাস্তায় ফেলে ক্ষমতার দাপট দেখানোর বেশি সময় এই সরকারের নেই।’

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের লোহার মত শক্ত মনে করে। কিন্তু লোহার যখন জং ধরে তখন অন্য কারো আঘাত করা লাগে না। সেই লোহা এমনিতেই টুকরো টুকরো হয়ে যায়। অলরেডি ক্ষয় হওয়া শুরু হয়েছে। এক সময় টুকরো টুকরো হয়ে যাবে। সেই দিনটা আর বেশি দূরে নয়। ‘

সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর কতজন উপদেষ্টা আছে। তারা কত টাকা বেতন পায় তাদের সুযোগ সুবিধা কি কি জনসমক্ষে প্রকাশ করা হোক। ভারতসহ অন্যান্য দেশের সাথে কি কি চুক্তি হয়েছে তাও প্রকাশ করা হোক।’

সাবেক যুবদলের এই সভাপতি বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য সচিব বলেন দুই দেশের সরকারের সরকারি চুক্তি হয়েছে। আর সাবেক রাষ্ট্রপতির ছেলে বেক্সিমকোর এমডি পাপন বললেন কিসের সরকারের সরকারি চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে বেক্সিমকো ও সেরামের ইনস্টিটিউট এর সাথে চুক্তি হয়েছে। একই দলের দুজনের দুই রকম কথা। আর এই টিকা পাবে কারা? আমাদের কাছে এমন খবর আছে। গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, এইসব ক্লাবের যারা সম্ভ্রান্ত আছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।’

দেশকে অরাজকতা রাষ্ট্রে পরিণত করেছে অভিযোগ করে আলাল বলেন, ‘এই সরকারের আমলে আমলারা পুকুর খনন করতে, রান্না শিখতে বিদেশে যায়। কিন্তু তাদের এমন হাস্যকর কাণ্ডে গলির মানুষের জীবন বেরিয়ে যাচ্ছে। প্রতিটি দ্রব্যের মূল্য প্রতিদিন বেড়েই চলেছে। সেই সঙ্গে চাপ বাড়ছে পানি, গ্যাস ও বিদ্যুতের বিলের। বর্তমানে মানুষের জীবনের নিরাপত্তা নাই।‘

বিএনপির এই নেতা বলেন, ২০১৪ সালের নির্বাচন নিয়ে দুটো দিক রয়েছে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্পিকার নিজের ভোট দেওয়া লাগে নাই। তারা দিতে যায় নাই। আর নির্বাচন কমিশনের নির্বাচন ছিল না। এটা সুজাতা সিংয়ের নির্বাচন ছিল।

আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন নাগ‌রিক ঐক‌্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএন‌পির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষকদল নেতা গোলাম সারোয়ার সরকার প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com