জনগণ চায় না এই ভোটবিহীন আ.লীগ সরকার এক মুহূর্তও ক্ষমতায় থাকুক: খোকন
২০১৪ সালের ৫ জানুয়ারি আইনজীবীদের ওপর বহিরাগতদের হামলা ও ৩০ ডিসেম্বর সারা দেশে ভোট ডাকাতির প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীরা প্রতিবাদ সভা করেছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যরিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন, এই সরকার জনগণকে বিশ্বাস করে না। তারা ভোটকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়। এই সরকার ভোটবিহীন সরকার। আমরা জনগণ চায় না এই অবৈধ সরকার এক মুহূর্তও ক্ষমতায় থাকুক। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায় কারণ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি। আর জনগণ তাদের সাথে আছে।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনজীবীদের প্রতিবাদ বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা,সাবেক সহ-সভাপতি ড: গোলাম রহমান ভুইয়া সাবেক সহ-সভাপতি আব্দুল বাতেন, সাবেক সহকারী অ্যাটর্নী জেনারেল মুনির হোসেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, সাবেক সহ-সম্পাদ সাইফুর রহমান, আইনজীবী বেগম জাহানারা, আসারুল, মীর্জা আল মাহমুদ, আহসান উল্লাহ, তাহসিন আলী, আয়েশা আক্তার প্রমুখ। সমিতির সাবেক সহ-সম্পাদক শরীফ ইউ আহমেদ ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের মহাসচিব হেমায়েত উদ্দীন বাদশার যৌথ সঞ্চালনায় এবং ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু ও উপদেষ্টা এ কে এম মোক্তার হাসেন সার্বিক তত্ত্বাবধানে সভাটি অনুষ্ঠিত।