ডা. আবুবকর সিদ্দিকের মৃত্যুতে জামায়াতের শোক
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা জামায়াতের রুকন ডা. আবুবকর সিদ্দিকের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। সোমবার দলের কেন্দ্রিয় প্রচার বিভাগের এম. আলম এ সংক্রান্ত একটি শোকবাণী প্রেরণ করেন।
শোকবাণীতে জামায়াত আমীর বলেন, ডা. আবুবকর সিদ্দিক (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
এর আগে রোববার ৬টায় রোগ ভোগের পর ৬২ বছর বয়সে ইন্তিকাল করেন ডা. আবুবকর সিদ্দিক। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ রেখে গেছেন। পরদিন সোমবার সকালে নিজ বাড়িতে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি