জেল-জুলুম নির্যাতন উপেক্ষা করে মানব কল্যাণে সবসময় কাজ করে বিএনপি: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেল-জুলুম নির্যাতন উপেক্ষা করে সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি।

রবিবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে শ্যামলি আদাবর ও মোহাম্মদপুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন তখন প্রতি বছরই তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন, শীত বস্ত্র বিতরণ করতেন। আজ তিনি গৃহবন্দী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা।

তিনি আরও বলেন, নানা নিপীড়ন নির্যাতন সহ্য করেও মানব কল্যাণে কাজ করে যাচ্ছি আমরা। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। শীতে কাপছে উত্তরাঞ্চল। কোন মন্ত্রী এমপিদের সেখানে সহায়তা করতে দেখছিনা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,ছাত্রদল নেতা জুয়েল, ডা. আউয়ালসহ নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com