ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াত আমীরের শোক
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ‘রোববার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জান্নাতবাসী করার জন্য মহান রবের কাছে দোয়া করছি। সেই সাথে তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি