ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াত আমীরের শোক

0

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘রোববার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জান্নাতবাসী করার জন্য মহান রবের কাছে দোয়া করছি। সেই সাথে তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com